আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মহিলা বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত
আজ ২ ফেব্রুয়ারী ২০২৫ ইং রবিবার সন্ধ্যা ৭টায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মহিলা বিভাগের সমন্বয় সভা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই মহিলা বিভাগের দায়িত্ব মহিলা উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তারকে আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। সভায় নারী বিষয়ক সংস্কার কমিশনের চাওয়া সম্ভাব্য সংস্কার প্রস্তাবনা নিয়ে বিষদ আলোচনা হয়। নারীদের রাজনীতি এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণে বাধা গুলো নিয়ে আলাপ ও তার সমাধান প্রস্তাব করা হয়।
মিটিং এ আরো উপস্থিত ছিলেন আমেনা বেগম, শাহীনুর আক্তার শীলা, ইশরাত জাহান, ফাতেমা জেরিন, আজিজা সুলতানা, রাশিদা আক্তার মিতু, তাঞ্জিমা রায়হান সহ মহিলা বিভাগের নেতৃবৃন্দ।